২৯ সেপ্টেম্বর, ২০২২ ২১:১৬

কুড়িগ্রামে বন্যা ও নদী ভাঙনে দেড় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বন্যা ও নদী ভাঙনে দেড় শতাধিক 
ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য প্রদান

কুড়িগ্রামে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে চিহ্নিত ১৬৬টি পরিবারে ৭ লক্ষ ৪৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাঁচগাছী ও যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিটি পরিবারকে ৪ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, স্থানীয় এনজিও এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ। আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফামের আর্থিক সহায়তায় লোকাল হিউমেনিটারিয়ান লিডারশীপ প্রকল্প থেকে স্থানীয় এনজিও মহিদেবের সহযোগিতায় এএফএডি সংস্থা এ অর্থ বিতরণ করে।

বিডি প্রতিদিন/এএ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর