ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়ার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৩ লক্ষ ৬১ হাজার ৭৫০ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি, ব্লাউজ, লেহেঙ্গা, থান কাপড়, লক তালা উদ্ধার করেছে বিজিবি। এসময় একটি টাটা পিকআপ আটক করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মঙ্গলবার বেলা ১টায় ফুলগাজীর ভারতীয় সীমান্তবর্তী কেতরাংগা বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় বিজিবির অভিযান টের পেয়ে চোরাকারবারীরা তাদের ব্যবহৃত টাটা পিকআপটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি পিকআপ থেকে ১৪ বস্তা ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড়, লক তালা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য সতেরো লক্ষ চুরাশি হাজার টাকা।
অপরদিকে, মঙ্গলবার বেলা ২টার দিকে ছাগলনাইয়া বিওপির দায়িত্বে থাকা বিজিবির সদস্যরা সীমান্ত পিলার ২১৮৯/৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ প্রবেশকালে ৫ টি বস্তা উদ্ধার করে। যার মধ্যে ছিল ভারতীয় শাড়ি এবং ব্লাউজ পিস। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ সাতাত্তর হাজার সাতশত পঞ্চাশ টাকা বলে বিজিবি জানায়।
বিডি প্রতিদিন/হিমেল