সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে নৌকা পেলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ। মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামী ২রা নভেম্বর প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে অনুষ্টিত হবে বিশ্বনাথ
পৌরসভার নির্বাচন। নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রাধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় ফারুক বলেন, তৃণমূলে দীর্ঘ দিন ধরে দলের জন্য কাজ করছি। আমি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবো। আমাকে মূল্যায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতৃবৃন্দ ও এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিডি প্রতিদিন/এএ