দশমী তিথিতে দর্পণের (শেষ দেখা) মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রতিমা বিসর্জনের আগে বিজয়া শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শ্মশানঘাট এলাকার রহমতখালি খালে প্রতিমা বিসর্জন দেন তারা।
এর আগে সকাল থেকে লক্ষ্মীপুরের মন্ডপগুলোতে দেবীর চরণে পুষ্পাঞ্জলী নিতে ভিড় করেন ভক্তরা। স্থানীয় প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলার মোট ৭২টি মন্ডপে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এবছর দেবী হাতিতে চড়ে মর্ত্যলোকে আসেন আর গজে করে কৈলাশে ফিরে যান বলে জানান হিন্দু সম্প্রদায়ের লোকজন। মায়ের আগমনে পৃথিবী এবার শস্যেপূর্ণে ভরে উঠবে এমনয় ধারণা অশ্রুজলে মাকে বিদায় জানান তারা। এসময় সিঁদুর খেলায় মেতে উঠেন সব বয়সী নারীরা।
বিডি প্রতিদিন/এএম