২৯ অক্টোবর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের জন্য রংপুর জিলা স্কুল মাঠ অনুমতি চেয়ে আবেদন করেছিলো বিএনপি। জিলা স্কুল মাঠ না দিয়ে মৌখিকভাবে কালেক্টরেট ঈদগাহ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। সমাবেশের জন্য কালেক্টরেট ঈদগাহ মাঠের মিনারের সামনেই কাঠ বাঁশ দিয়ে মঞ্চ তৈরীর কাজ চলছে। মঞ্চ হবে ৫০ ফুটের দৈর্ঘ্য ও প্রস্থ ২৫ ফুট। মঞ্চ তৈরীর কাজ তদারকি করছেন বিএনপির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ ) সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে হয়ে যাওয়া ৩ বিভাগের সমাবেশে যে ধরনের বাধার সম্মুখিন হয়েছিল বিএনপি তা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপি নেতাদের আশা সমাবেশের দিন রংপুরের সকল সড়ক, মহাসড়ক, অলি-গলি মানুষের মানুষের পদচারণায় মুখর থাকবে। দরকার হলে একদিন আগেই মানুষ হেটেই রংপুর চলে আসবে।
বুধবার দুপুরে মঞ্চ তৈরীর কাজ তদারকিতে আসা বিএনপি নেতা আসাদুল হাবীব দুলু সাংবাদিকদের জানান, বিএনপির পক্ষ থেকে জিলা স্কুল মাঠ ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিলো কিন্তু প্রশাসন তা না দিয়ে কালেক্টরেট ঈদগাহ মাঠ মৌখিকভাবে ব্যবহারের অনুমতি দিয়েছে। মঞ্চ তৈরীসহ বিভিন্ন কাজ চলছে।
তিনি বলেন, সমাবেশের শুরুতেই জিলা স্কুল মাঠের অনুমতি দেয়নি সেটাইতো একটা বড় বাধা মনে করি। তাছাড়া অন্য বাধাগুলো এখনও সামনে আসেনি। তবে সরকার যেহেতু অন্য বিভাগে বাধা দিয়েছে এখানেও দিতে পারে। ওই তিন বিভাগের সমাবেশে জনসাধারণ যেভাবে তাদের অধিকার আদায়ের উপস্থিত হয়েছে এখানেও বাধা দিলেও মানুষ আসবে। আমরা ধারণা করছি স্মরণকালের সকল রেকর্ড ভঙ্গ করে রংপুরের সমাবেশে মানুষ উপস্থিত হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে স্টেজ তৈরির প্রস্ততি কাজ ও মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। এ সময় উপস্থিত ছিলেন সম্মেলনের মঞ্চ ও প্রচার কমিটির আহবায়ক এবং রংপুর মহনগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, সদস্য ফজলুর রহমান বাদল, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পদক আতিকুল ইসলাম লেলিন, রংপুর জেলা ছাত্রদলে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ