চাঁদপুরে ”মা ইলিশ রক্ষায়” সরকারি নির্দেশনা বাস্তবায়নে পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে ১৪ জেলেকে নৌ-পুলিশ আটক করেছে। মঙ্গলবার দিনব্যাপী নৌ-পুলিশের অভিযানে এই জেলেদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৬ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫ ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে পুলিশ।
চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনায় নৌ পুলিশ অভিযান চালিয়ে ৮৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১৪ জেলেকে আটক করেছে। আটক জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/এএ