মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভেড়া, ঘর তৈরির উপকরণ ও ক্রীম সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের বাস্তবায়নে উপ সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ন চন্দ্র মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মোহাম্মদ সাফিউল, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, সিন্দুরখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন।
প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে ৭৬ জনকে ১৫২টি ভেড়া, ২০০ জনকে ভেড়ার ঘর তৈরির পিলার, টিন ও ম্যাট, একটি পিকআপ ভ্যান ও বরুনা ডেইরী পিজিকে একটি ক্রীম সেপারেটর মেশিন প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই