বগুড়া ডেঙ্গু রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। বগুড়ার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ জন ভর্তি রয়েছে। ভর্তি রোগীর সকলেই ঢাকা থেকে জ্বর নিয়ে বগুড়ায় এসে চিকিৎসা গ্রহণ করছে।
বগুড়া সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, গত জুলাই থেকে চলতি অক্টোবর পর্যন্ত বগুড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট চিকিৎসা নিয়েছেন ১০৯ জন।
এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ও হাসপাতালে ৮১ জন, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১০ জন, টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতলে হাসপাতালে ১৪ ও বিভিন্ন উপজেলা হাসপাতালে ৪ জন।
আর বগুড়ার সবগুলো হাসপাতালে বুধবার (২৬ অক্টোবর) চিকিৎসা গ্রহণ করছে ২০ জন। এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ১২, মোহাম্মদ আলী হাসপাতালে ২, টিএমএসএস মেডিকেলে ৬ জন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিমও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত রবিবার সকাল থেকে তিনি এ রোগে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ও হাসপাতালে ভর্তি করা হয়।
ইউএনও মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমার সারা শরীরে প্রচন্ড ব্যাথা অনুভব করছি। আমার রোগমুক্তির জন্য সকলের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, ডেঙ্গু জ্বর অনেক সময় জটিল অবস্থার দিকে চলে যায়। ইউএনও মোহাম্মদ রেজাউল করিম এখন আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ