ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পারাপারের অপরাধে শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার মাটিলা সীমান্তের লেবুতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
৫৮-বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, ভারত থেকে কিছু ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এমন খবরে সীমান্ত এলাকায় অভিযান চালায় বিসিসবি। এসময় লেবুতলা গ্রামের মোড় থেকে ৫ জন পুরুষ ও ১ শিশুকে আটক করা হয়।
তিনি আরও জানান, তাদের বাড়ি যশোর, নড়াইল, পিরোজপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বলেন, বিজিবির পক্ষ থেকে ৬ জনকে থানায় সোপর্দ করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ