কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আব্দুল মুনাফ (৪০) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫'র সদস্যরা। গ্রেফতার আসামি দীর্ঘ ১৮ বছর আত্নগোপনে ছিলেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া জাদিমুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মুনাফ হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া জাদিমুড়া এলাকার মন্তাজ মিয়ার ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া)মোঃআবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জাদিমুড়া এলাকায় অভিযান চালায়। এসময় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মুনাফকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত আসামি আব্দুল মুনাফ ২০০৪ সালের একটি হত্যা মামলার সাথে জড়িত মর্মে স্বীকার করে এবং পরবর্তীতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৮ বছর ধরে ভুয়া পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে বলে জানায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতোপূর্বে রুজুকৃত হত্যা মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ