দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. আশিক হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জোতরঘু গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আশিক হোসেন (২) বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের জোতরঘু গ্রামে মো. এরশাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু আশিক বাড়ির লোকজনের অগোচরে পুকুর পাড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিনুর রহমান চৌধুরী শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরকম অনাকাক্সিক্ষত ঘটনা ঘটবার আগে সকলকে সচেতন হওয়া উচিত।
বিডি প্রতিদিন/এএ