আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরকান্দা পৌর এলাকার অভা অফিস সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। নগরকান্দা উপজেলা বিএনপির আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আতাউর রহমান বাচ্চু, এ্যাড গোলাম রব্বানী রতন। এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ সভাপতি আলীমুজ্জামান সেলু, যুগ্ন সম্পাদক জাজরিস মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপি নেতা সিরাজ ফকির, রেজাউল আলম রিজু, দাউদ ফকির, পৌর বিএনপি নেতা ফকোরুজ্জামান ফকো, যুবদল নেতা তৈয়াবুর রহমান, হেলালুদ্দিন হেলাল, আবু কায়েস মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মছিউর রহমান, পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেনসহ নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির সংগঠনের নেতৃবৃন্দ।
সভা থেকে বক্তারা আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করতে সকলের প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/এএ