ঢাকার ধামরাইয়ে স্বামীর বিরুদ্ধে জুলেখা আক্তার (১৯) নামে এক নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে স্বামী মিরাজ হোসেন শেখ পলাতক রয়েছে। বুধবার সন্ধায় ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া বাজারের পাশের শামসুল হকের ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের হান্নান শেখের ছেলে মিরাজ হোসেন শেখ (২৫) কয়েক মাস আগে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা আদর্শ গ্রামের সোনা মিয়ার মেয়ে জুলেখা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তারা ধামরাইয়ের কাওয়ালিপাড়া বাজারে শামসুল হকের বাড়িতে ভাড়া থেকে একটি কারখানায় চাকরি করতেন। মঙ্গলবার তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। বিষয়টি বাড়ির মালিক তাদের মিটমাট করে দেয়। এরপর মঙ্গলবার বিকেলে জুলেখাকে হত্যার পর স্বামী মিরাজ হোসেন ঘরে শিকল লাগিয়ে পালিয়ে যায়। বুধবার সারাদিন ঘরের দরজা না খুলার কারনে সন্ধায় আশেপাশের লোকজন ঘরের দরজা খুলে দেখেন জুলেখা মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস জানান, জুলেখার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএ