দাগনভূঞা বিভিন্ন অভিযোগে আল-আরাফাহ বেকারী ও নুহা এন্ড ব্রাদার্সে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালন করা হয়। অভিযানে ওই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া।
অভিযানকালে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের মোক্তার বাড়ি এলাকায় আল-আরাফাহ বেকারী ও নুহা এন্ড ব্রাদার্সের বিরুদ্ধে অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকা স্বত্তেও ভুয়া লোগো ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমান আদালতে তাদের বিরুদ্ধে জরিমানা প্রদানের আদেশ দেয়া হয়। এসময় বিএসটিআই কুমিল্লা ফিল্ড কর্মকর্তা মো. খাইরুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারিক হাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ