ময়মনসিংহের ত্রিশালে বক্তব্য দেওয়ার সময় লুটিয়ে পড়ে আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। উপজেলার দরিরামপুর এলাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল ওয়াহাব (৪৮)। তিনি ত্রিশাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
বুধবার রাতে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। তিনি বলেন, মঙ্গলবার দরিরামপুর এলাকায় তাঁতী লীগের এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন আব্দুল ওয়াহাব। কয়েক মিনিট দাঁড়িয়ে বক্তব্য দেওয়া অবস্থায় হঠাৎ তিনি লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে মিটিংয়ে উপস্থিত নেতাকর্মীরা তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আব্দুল ওয়াহাব সভায় বক্তব্য দিচ্ছিলেন। কিছু সময় বক্তব্য দেওয়ার পর হঠাৎ লুটিয়ে পড়েন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ