"হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে" এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে ঘুড়ি উৎসব ও ২ দিনব্যাপী যাত্রাপালার উদ্বোধন হয়েছে।
শুক্রবার বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বকুল স্মৃতি থিয়েটার’র আয়োজনে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।
থিয়েটারের সভাপতি মাহবুর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘুড়ি উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাংলাদেশ গ্রাম থিয়েটার’র সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, যুগ্ন সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়।
বিডি প্রতিদিন/এএম