নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. জয়নুর রহমান জনি (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার ভোর রাতে চাষাঢ়া সরকারি মহিলা কলেজের সামনে রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মো. জয়নুর রহমান জনি কুষ্টিয়া দৌলতপুরের প্রাগপুর এলাকার লাল্টু মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প নগরী এলাকার ফেইম অ্যাপারেল লিমিটেডে কর্মরত ছিলেন। জনি কুষ্টিয়া থেকে রাতের বাসে করে নারায়ণগঞ্জে কর্মস্থলে ফিরছিলেন।
চাষাড়া রেললাইনের গেইটম্যান সিরাজুল ইসলাম বলেন, ভোরে ডিউটির জন্য চাষাঢ়ায় এসে দেখি রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় নিহত যুবকের লাশ পরে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
নারায়ণগঞ্জ সদর থানার এসআই বোরহান বলেন, নিহতের তল পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সে রাতের বাসে করে নারায়ণগঞ্জে ফিরছিল। ধারণা করা হচ্ছে ভোর রাতে বাস থেকে নেমে বাসায় যাওয়ার সময়ে এ ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এমআই