ময়মনসিংহের ফুলপুরে পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে আয়োজিত র্যালিটি ফুলপুর থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড, ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর ও হাজী রোড হয়ে পুনরায় থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি পৌর মেয়র শশধর সেন, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ সাহা ও পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান
আরও উপস্থিত ছিলেন ফুলপুর মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ শাহ তাফাজ্জল হোসেন, ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, এটিএম রবিউল করিম ও এম এ মান্নান প্রমুখ।
এরপর থানা ভবনের চতুর্থ তলায় আয়োজিত আলোচনা সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মেয়র শশধর সেনের সভাপতিত্বে ও ওসি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই