বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে ও কমিউনিটি পুলিশিং ফোরামের সহযোগিতায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শোভাযাত্রার শুভসূচনা করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. আতোয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শঙ্কর কুমার কুন্ডু, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এ এম ফজল ই খুদা ।
বিডি প্রতিদিন/ফারজানা