‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগানে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সেলের উদ্যোগে সদর মডেল থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন, কমিউনিটি পুলিশিং সেল জেলা সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আপলু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ।
সভায় বক্তারা বলেন, পুলিশ এবং জনতা পরস্পর সহযোগিতার মাধ্যমে সমাজের ছোট বড় যেকোনো ধরনের অপরাধ নির্মূল সহজ হবে। ইতিমধ্যে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষ এ কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে। এছাড়াও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেলার রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমল নগর থানায় একযোগে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই