কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এ স্লোগানে কুমিল্লায় উদযাপন হলো কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে একটি শোভাযাত্রা কুমিল্লা ঈদগাহ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনসে শেষ হয়। শোভাযাত্রা শেষে পুলিশ লাইন আর আই এবিএম আবদুল হালিম মিলনায়তনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, সচেতন নাগরিক ও পুলিশের সমন্বয় হলে সমাজে বিস্তার করা অপরাধ শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব। অপরাধ নির্মূলে সচেতনতার বিকল্প নেই।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান, আদালতের পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মিজানুর রহমান, অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, অ্যাডভোকেট গোলাম ফারুক, নারীনেত্রী পাপড়ী বসু, অজিতগুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, কুমিল্লা বিশ্ববদ্যালয়ের শিক্ষক দুলাল নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জান, (সদর সার্কেল) মো. কামরান হোসেন ( ট্রাফিক এ্যান্ড প্রসিকিউশন) রাজন কুমার দাসসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/ফারজানা