কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ম. গোলাম আজাদ খান, জেলা পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম,যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী,দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ রাজা প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম