'পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার লক্ষ্যে ও কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র' এই শ্লোগানে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার ১১টায় কমিউনিটি পুলিশিং জেলা কমিটির উদ্যোগে জেলা শহরে শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী পুলিশ সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সাধারণ সম্পাদক মিয়া মো. শাহজাহান, বিজয় কমিউনিটি পুলিশিং এর সভাপতি এডভোকেট একেএম মহি উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু নাছের মঞ্জু ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সহ বিভিন্ন থানার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর দলের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সদস্যদেরকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন