কিশোরগঞ্জে পাইপ গান, রামদা ও সুইচগিয়ার চাকুসহ শাহ আব্দুল কাদির দুলাল (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সকাল ৮টায় কটিয়াদী উপজেলার জোয়ারিয়া শিবনাথ শাহের বাজারের একটি ওয়ার্কশপ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহ আব্দুল কাদির দুলাল কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই এলাকার মৃত কালাচান শাহর ছেলে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, কটিয়াদী উপজেলার জোয়ারিয়া শিবনাথ শাহের বাজার এলাকায় একজন লোক দেশীয় অস্ত্রসস্ত্রসহ অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। শনিবার সকাল ৮টায় র্যাবের একটি দল ওয়ার্কশপে অভিযান চালিয়ে ভেতর থেকে একটি পাইপ গান, একটি রামদা ও একটি সুইচ গিয়ার চাকুসহ দোকানের মালিক শাহ আব্দুল কাদির দুলালকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুলাল এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র মজুদ করে রাখার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এমআই