হবিগঞ্জে মানবপাচার প্রতিরোধ ও দমন বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২ বাস্তবায়ন ও হালনাগাদকরণ বিষয়ক সিলেট বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলার বাহুবলে অবস্থিত একটি রিসোর্টে কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ কর্মশালার আয়োজন করে। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আকতার হোসেন।
প্রধান অতিথি বলেন, আমাদের ছেলেমেয়েরা কি কি কারণে পাচার হচ্ছে, সেগুলোকে চিহ্নিত করতে হবে। ভবিষ্যতে যাতে মানবপাচার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যান্যের মাঝে অতিরিক্ত সচিব এ কে এম মুখলেছুর রহমান, সিলেটের ডিআইজি মফিজ উদ্দীন আহমেদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্মশালায় হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জনপ্রতিনিধি, আইনজীবীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই