চরফ্যাশনে জিংক সমৃদ্ধ ধান ও চালের প্রচার ও সম্প্রসারণ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার খাদ্য অধিদপ্তর, হারভেস্ট প্লাস ও গেইন এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, গেইনের পোর্টফলিও লিড আশেক মাহফুজ, হারভেস্ট প্লাসের কান্ট্রি ম্যানেজার ডঃ খাইরুল বাশার, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান।
কর্মশালায় বক্তারা মানব শরীরে জিংকের গুরুত্ব তুলে ধরে জিংক সমৃদ্ধ ধান চাষ এবং চালের মাধ্যমে সকল শ্রেণির মানুষের শরীরে জিংকের চাহিদা পূরণের ওপর গুরুত্বরোপ করেন।
খাদ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় জনপ্রতিনিধি, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, কৃষকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা কর্মশালায় অংশ গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম