গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. মাহাবুব হাসানকে আহ্বায়ক, মো. সোহেল সরকার, মো. হৃদয় শেখ ও আলমগীর হোসেন মারুফকে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়ল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল জানান, তৃণমূলের নেতাকর্মীরা ছাত্রলীগের প্রাণ। প্রায় ছয় বছর আগে গঠন করা কমিটি ভেঙে জেলা ও উপজেলা ছাত্রলীগে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য তৃণমূলের ত্যাগী ও দক্ষ কর্মীদের মাঝ থেকে নতুন নেতৃত্ব খুঁজে এনে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী তিন মাসের জন্য এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ