রাজশাহীর পবায় বালুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে মদনহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন বাগমারা থানার চান্দের আড়া এলাকার রঘুনাথের ছেলে রমেশ (৪৫) ও লাউপাড়া এলাকার পরেশের ছেলে আলাল (৪৫)। আলাল এলাকায় লোকাল একটি এনজিও চালাতেন, আর রমেশ গরুর ব্যবসা করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন। তিনি জানান, নওগাঁ জেলার উদ্দেশ্যে দুইজন মোটরসাইকেল আরোহী যাচ্ছিলেন। চলাচলের সময় মোটরসাইকেলের চাকা পিছলে রাস্তার পড়ে যান। এ সময় পেছন থেকে আসা বালুভর্তি একটি ট্রাক তাদের মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মাথার মগজ বের হয়ে দুইজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান আছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ