পিরোজপুরের কাউখালী উপজেলায় সুপারি বাগান নিয়ে বিরোধের জেরে মনিরুজ্জামান মনির(৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শনিবার (২৯ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার শিয়ালকাঠি এলাকার নিজ বাড়ি থেকে মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একাধিক আঘাতের চিহৃ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা এলাকার বাসিন্দা মনিরুজ্জামান মনিরের সাথে প্রতিবেশী রুহুল আমিনের সাথে সুপারি বাগান নিয়ে বিরোধ ছিল। শনিবার দুপুরে মনিরুজ্জামান মনির সেই বিরোধ থাকা বাগানে সুপারি পারতে যায়। এ সময় রুহুল আমিন ও তার ছেলে ইমরুল মনিরুজ্জামানকে বেধরক পিটিয়ে আহত করে। আহত অবস্থায় মনিরুজ্জামান তার ঘরে চলে যায়। এরপর রাত ৯ টার দিকে তার এক আত্মীয় তাকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়দের ডেকে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে। মনিরুজ্জামান মনিরের পরিবার যশোর থাকে বলে জানা গেছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ বনি আমিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে,তবে এটি হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্তের পরে বলা যাবে। দুপুরে নিহতের সাথে সুপারি বাগান নিয়ে এক পক্ষের সাথে ঝগড়া বিবাদ হয়েছিল।
বিডি-প্রতিদিন/আ. তাফ