চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২১ কেজি গাঁজাসহ আশিক আলী (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার আশিক আলী রাজশাহীর তানোর উপজেলার শিবপুর বহরোইল এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের শান্তি মোড়ের একটি কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে চাঁপাইনবাবগঞ্জের র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়মিত জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ ও অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারী, কিশোর গ্যাংসহ হেরোইনের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আশিক আলীকে গ্রেফতার করা হয়। পরে মামলা দায়ের করে তাকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আলমগীর জাহান জানান, আটক যুবককে র্যাবের মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/আ. তাফ