শরীয়তপুরের নড়িয়ায় মাইক্রোবাস খাদে পড়ে বাবা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলেন শরীয়তপুর জজ কোর্টের অ্যাডভোকেট রাশেদুল হক ও তার দেড় বছরের মেয়ে মাইশা। গত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ড্রাইভার কামরুল হাসান জানান, গত বুধবার আমরা কক্সবাজার ভ্রমণের জন্য শরীয়তপুর থেকে রাশেদুল হক স্যার, ম্যাডাম ও তাদের দুই মেয়ে মেবিন এবং মাইশাকে নিয়ে রওনা হই। ভ্রমণ শেষে আমরা শরীয়তপুরে ফিরছিলাম। ঢাকায় আসার পরে আমাকে পাশে বসিয়ে স্যার নিজেই ড্রাইভ করছিল। কিছু দূর যাওয়ার পরে আমি বারবার স্যারকে নিষেধ করেছি। ম্যাডামও তাকে ড্রাইভ করতে নিষেধ করেছে। তিনি বলেছেন, সমস্যা নেই। জাজিরা পার হয়ে নড়িয়ার জামতলা আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মাইক্রোবাস। ঘটনাস্থলেই রাশেদুল হক ও মেয়ে মাইশা মারা যায়। আহত হয় সোহানা আক্তার মিলি, মেয়ে মেশিন ও ড্রাইভার কামরুল হাসান।