কক্সবাজারের চকরিয়ায় এক শিশুকে গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের বৃন্দাবন খিল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা য়ায়, শনিবার রাত ৯টার দিকে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন শিশুটি। এসময় সড়কের পাশে একটি সুপারি গাছের নিচে চারটি সুপারি পড়ে ছিল। পরে বাড়ির মালিক নাসির উদ্দিন এসে সুপারি চুরির অভিযোগ তুলে শিশুকে রশি দিয়ে সুপারি গাছের সাথে বেঁধে অনেক মারধর করেন।
পরে স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শফিউল আলম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, শিশুটিকে গাছের বাটাম দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এ খবরটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করেন।
শিশুর বড় ভাই বলেন, আমার ছোট ভাই রাতে নানার বাড়ি থেকে ঘরে ফিরছিল। পথে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি সুপারি চুরির অপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে ব্যাপক মারধর করেন।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, বিষয়টি জানার পর স্থানীয় ইউপি সদস্য শফিউল আলমকে পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা