ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের অভিযোগে জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার ফুলপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে উপজেলার কিসমত দেওলা গ্রামের ইদরিস আলীর ছেলে।
জানা যায়, ভিকটিম একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী, গত ৫ নভেম্বর রাতে অভিযুক্ত জহিরুল তাকে ধর্ষণ করে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুলপুর থানায় একটি মামলা রুজু করা হয়।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবির আহমদ অভিযান চালিয়ে এজাহারনামীয় একমাত্র আসামি জহিরুলকে গ্রেফতার করেন। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামি জহিরুলকে সোমবার বিকালে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক