নোয়াখালীর সুবর্ণচরের চর বাটা ইউনিয়নে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চরজব্বর থানায় সোমবার রাতে মামলা হয়েছে। পুলিশ মঙ্গলবার ভোরে দিদার ও মোয়াজ্জম হোসেন নামে দুই আসামিকে গ্রেফতার করেছে।
ভুক্তভোগীর মা ইয়াছমিন আক্তার জানান, তিনি চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করেন। গ্রামের বাড়ি চর মুজিব সেলিম বাজার আশ্রয়ণ প্রকল্পে রেখে যাওয়া ঘরটি তার স্বামী স্থানীয় হোসেনের নিকট বিক্রি করেছেন এমন অভিযোগ পান। বাড়িতে এসে চরজব্বর থানায় একটি অভিযোগ দেন হোসেনের বিরুদ্ধে। এতে হোসেন ক্ষিপ্ত হয়ে রোববার রাতে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তার কিশোরী (১৪) মেয়েকে ধরে নিয়ে ধর্ষণ করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়নাল আবদীন জানান, ধর্ষণ ও বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগে ভুক্তভোগীর মা ইয়াছমিন আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছে। পুলিশ এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ধর্ষণের অভিযোগে একটি মেয়ে হাসপাতালে ভর্তি আছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করবো।
বিডিপ্রতিদিন/কবিরুল