মেয়াদোত্তীর্ণ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে আগামী এক বছরের জন্য ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেন।
ঘোষিত জেলা কমিটিতে পূর্বের কমিটির সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দকে সভাপতি ও আশিকুজামান আশিককে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে মো. ইউসুফ আলী, মো. সাব্বির হোসেন ও শফিউল ইসলাম স্বজনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল