‘টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানি’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ মঙ্গলবার আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।
মাগুরা শহরের ভায়নার মোড় কার্যালয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মাগুরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকৌশলী রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বক্তব্য রাখেন মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম, মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, আইডিইবি মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মাহবুবুর রহমান টিটো প্রমুখ।
বক্তারা আগামী পৃথিবীর শক্তির আধার হিসেবে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে প্রকৌশল চর্চার মধ্য দিয়ে জনগণের মাঝে আধুনিক জ্ঞান বিজ্ঞান ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন