"আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন"-এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়।
এ উপলক্ষে আজ সোমবার সকালে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মানিকগঞ্জ ডায়াবেটিস সমিতি আয়োজিত র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও মানিকগঞ্জে ডায়াবেটিস সমিতির সভাপতি মুহাম্মদ আব্দুল লতিফ।
এসময় মানিকগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর সুপার মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক লাভলু মিয়াসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে হিজুলী ডায়াবেটিস সমিতি হাসপাতালে বিনা মূল্যে রোগীদের স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/আব্দদুল্লাহ