'আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে জয়পুরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৪ নভেম্বর) সকালে ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কার্যালয় সামনে থেকে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমিতি ভবন চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরে ক্ষেতলাল উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, ক্ষেতলাল থানার ওসি তদন্ত মাকসুদুর রহমান, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি এন্ড অবস্) ডা. মোর্শেদা খাতুন, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সমন্বয়কারী আজিজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিনামূল্যে দুই শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দদুল্লাহ