ঝিনাইদহের শৈলকুপার আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাইদ বিশ্বাস (৪০) নামে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার লক্ষনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদ পাশ্ববর্তী কেষ্টপুর গ্রামের জাবেদ আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার উমেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মান্নান মন্ডল ও ৪নং ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিনের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে মান্নানের সমর্থক তরিকুল মন্ডল স্থানীয় বিএলকে বাজারে গেলে কফিল উদ্দিনের সমর্থকরা তাকে মারধর করে। এরই জের ধরে লক্ষণদিয়া গ্রামে উভয় ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে সাইদ বিশ্বাস, শরিফুল ইসলাম, রেজাউল বিশ্বাস, গোলাম কিবরিয়া, শরিফ, বকুল ইসমাইল সহ ১০ ব্যক্তি আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত আবু সাইদকে মৃত ঘোষণা করেন।
৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাস সমর্থক কেষ্টপুর গ্রামের হানিফ মন্ডল, লক্ষণদিয়া গ্রামের মতিউর রহমান, আমিন উদ্দিন, বেষ্টপুর গ্রামের আফজাল আনোয়ারসহ কয়েকজন মিলে বিএলকে বাজারের তরিকুলের উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত তরিকুলকে সাইদসহ কয়েকজন তার বাড়িতে দেখতে গেলে পুনরায় অতর্কিত হামলা চালায় কপিলের সমর্থকেরা।
এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য কপিল বিশ্বাস জানান, মান্নান সমর্থকরা তার সমর্থকদের উপর হামলা চালায়। এরপর সংঘর্ষের ঘটনা ঘটে।
শৈলকুপা থানা ওসি আমিনুল ইসলাম জানান, কেষ্টপুর গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে সাইদ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষকারীদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশের তৎপরাতা বাড়ানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ