ফেনী সরকারি কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বধ্যভূমির স্থানে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ ও মুক্তমঞ্চের ফলক উন্মোচন করা হয়েছে।
সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে নির্মাণাধীন স্মৃতিস্তম্ভ ও মুক্তমঞ্চের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলসহ জনপ্রতিনিধি, প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে নিজাম হাজারী বলেন, এ বধ্যভূমি ফেনীবাসীর জন্য অত্যন্ত বেদনার ও আবেগের স্থান। এই স্থানে পাকিস্তানী হানাদার বাহিনী ক্যাম্প স্থাপন করে অগণিত মুক্তিকামী নারী-পুরুষকে ধরে এনে পৈশাচিকভাবে হত্যা করেছে। তাঁদের সেই আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে গর্ববোধ করছি। তাঁদের সেই আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করা ও মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বহন করা গুরুত্বপূর্ণ স্থান সংরক্ষণ করার ও পরবর্তী প্রজন্মকে আমাদের গৌরবময় ইতিহাস জানানোর জন্যই নির্মিত হচ্ছে ফেনী কলেজ বধ্যভূমি স্মৃতিস্তম্ভ ও মুক্তমঞ্চ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন