‘আগামীতে নিজেকে সুরক্ষায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ফেনীতে ডায়াবেটিস সচেতনতা দিবসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুরুতে ফিতা কেটে র্যালি উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
র্যালিটি ফেনী ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে অংশ নেন ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সমিতির সহ-সভাপতি আবদুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম, সদস্য রাজীব খগেশ দত্ত, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় অন্যান্যদের মাঝে সমিতির কার্যকরী কমিটির সদস্য, আজীবন সদস্য, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই