ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত একটায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারী হলেন-রুবি আক্তার (২৭)। তিনি উপজেলার নোয়াগাঁও গ্রামের মুন্সিবাড়ির জুয়েল মিয়ার স্ত্রী। তার কাছ থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ও নগদ ৬১ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত একটায় পুলিশ মাদক কারবারী রুবি আক্তারের বাড়িতে অভিযান চালায়। এসময় মাদক, নগদ টাকাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল জানান, আটক মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য পাচার আইনে মামলা হয়েছে। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই