ফেনীর সোনাগাজী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক ৬ হাজার ৩৭০ চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন মজুমদারের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার মাহমুদ আলম টিপু।
সহায়তা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর ও খেসারি চাষে প্রণোদনার লক্ষ্যে উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। সোনাগাজীর ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৬ হাজার ৩৭০ জন প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এর মধ্যে খেসারি ৬২০ জন, সরিষা ৩৮৭০ জন, মসুর ১০০ জন, ভুট্টা ১৭০ জন, সূর্যমুখী ৯৫০ জন, চিনাবাদাম ১৪০ জন, মুগ ৩৫০ জন, সয়াবিন ৭০ জন ও গম ১০০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই