নেত্রকোনায় প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর ৬৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশেষ এই দিনে বাঁশির যাদুকর সংগীতের এই কিংবদন্তিকে স্মরণ করলো শিল্পীর নিজ এলাকা নেত্রকোনার এক দল তরুণ!
বাউল সাধক বারী সিদ্দিকীর নিজে গড়া 'বাউল বাড়িতে' পালিত হয়েছে দিবসটি। এ উপলক্ষে এক ঝাঁক তরুণের সাহিত্য সংগঠন ‘হিমু পাঠক আড্ডা’র উদ্যোগে পরিবার ও এলাকাবাসীদের নিয়ে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের কার্লি গ্রামের বাউল বাড়িতে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানায় হিমু পাঠক আড্ডা।
পরে তারা শিল্পীর বাড়িতেই শিল্পীর গাওয়া বিভিন্ন কালজয়ী গান গেয়ে জন্মদিন উদযাপন করেন। এসময় বারী সিদ্দিকীর স্ত্রীর বড় ভাই সাবেক যুবলীগের সভাপতি অধ্যাপক ওমর ফারুক বলেন, প্রয়াত এই গুণীজনকে নেত্রকোনা জেলায় তার নিজ হাতে গড়া বাউল বাড়িতে এসে শুরু থেকে হিমু পাঠক আড্ডা যেভাবে স্মরণ করে এতে করে তার সৃষ্টি কর্মকে নতুনদের মাঝে তুলে ধরা হয়।
এই ধারাবাহিকতা অব্যাহত রেখেই প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে যাবে গুণীদের জীবানাচার। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। শৈশবে পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি হলেও ১২ বছর বয়সেই তালিম নিয়েছেন ওস্তাদ গোপাল দত্ত, ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অনেক গুণীশিল্পীর সান্নিধ্যে থেকে।
বিডি প্রতিদিন/হিমেল