নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। ফায়ার সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে মঙ্গলবার দুপুরে নেত্রকোনা স্টেশনে অগ্নিনির্বাপণ প্রাথমিক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া অগ্নিনির্বাপক সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যাতে মানুষের মাঝে সচেতনতা বাড়ে সেজন্য স্টেশনে অগ্নিনির্বাপক বিভিন্ন সরঞ্জামের প্রদর্শনী করা হয়। ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুনের সভাপতিত্বে ফায়ার ফাইটার মো. কামরুল হাসানের সঞ্চালনায় সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আমিনসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এমআই