মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভা শেষে দুই গ্রুপের সংঘর্ষে তিন জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে শ্রীনগর স্টেডিয়ামের সামনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আলোচনা সভা শেষে স্টেডিয়াম থেকে বের হয়ে শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই সাধারণ সম্পাদক প্রার্থী শাহ জালাল ও অনিক ইসলামের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা একে অপরকে কিল-ঘুষি ও লাঠিপেটা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়।
এদিকে দ্বিতীয় পর্বে কমিটি গঠনকল্পে সংশ্লিষ্টদের নিয়ে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির বৈঠকে বসে। বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু জানান, ৪৮ ঘণ্টা পর শ্রীনগর উপজেলা সেচ্ছাসেক লীগের কমিটি ঘোষণা করা হবে।
এদিকে শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ছোট ঘাটে একটি সংঘর্ষের ঘটনা ঘটলেও পরিস্থিতি শান্ত রয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরিস্থিতে শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ