কুষ্টিয়া জেলা পরিষদের নব-নির্বাচিতদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সদর উদ্দিন খান।
কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মো. মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান মিঠু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে কুষ্টিয়া জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান বলেন, জেলা পরিষদের প্রত্যেক সদস্যকে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
সভায় জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যবৃন্দ ছাড়াও কুষ্টিয়ার ছয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন এবং তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। সভায় ভেড়ামারা উপজেলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা পরিষদের সদস্য আবু হেনা মোস্তফা কামাল মুকুলকে প্যানেল মেয়র-১ হিসেবে নির্বাচিত করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা