নাটোরের লালপুর উপজেলায় স্যান্ডেলের ভিতর অভিনব কায়দায় রাখা ২২০ গ্রাম হেরোইনসহ কবির ইসলাম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার তিলকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির ইসলাম রাজশাহীর মোহনপুর থানার জাহানাবাদ এলাকার মোনতাজ আলী মন্ডলের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব ক্যাম্পের একটি দল জেলার লালপুর উপজেলার তিলকপুর এলাকায় অভিযান চালায়। এসময় পায়ের স্যান্ডেলের ভিতর অভিনব কায়দায় রাখা ২২০ গ্রাম হেরোইনসহ কবির ইসলামকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে লালপুর থানায় সোপর্দ করা হয়। কবির দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
বিডি প্রতিদিন/কালাম