নেত্রকোনা জেলা সদরের বাংলা ইউনিয়নের বাংলা গ্রামে সমলা (৪০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বুধবার সকালে বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন তালুকদারের বাড়ির আঙিনার কাঁঠাল গাছে মরদেহটি ঝুলছিল।
ওই নারী চেয়ারম্যানের বাড়িতেই গৃহকর্মীর কাজ করতেন। স্থানীয় লোকজন সকালে সমলাকে গাছে ঝুলতে দেখে মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, ৪/৫ মাস আগে এই ঠিকানাবিহীন মহিলার থাকা খাওয়ার জায়গা না থাকায়, আমার বাড়িতে গৃহকর্মীর কাজ দেওয়া হয়। ভোর বেলায় বাড়ির আঙিনায় কাঁঠাল গাছে তার মরদেহ দেখতে পেয়ে আমি পুলিশকে খবর দেই।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন বলেন, সমলা নামে ঠিকানাবিহীন গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই