চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম চুরির অভিযোগে শুকুরদি (৫৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত শুকুরদি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গৌরিপুর গ্রামের ফাজু তেলীর ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে নাচোল উপজেলার কসবা ইউপির খান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাচোল উপজেলার কসবা ইউপির খান্দুরা গ্রামের একটি কাটিমন আমের বাগানে আম চুরি করতে আসে শুকুরদি। বাগান পাহারার লোকজন আমসহ শুকুরদিকে ধরে বেধড়ক মারধর করে। মারধরে আহত শুকুরদি বুধবার মারা যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে শামীম ও হাসান আলী নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল